• ঢাকা
  • শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ; ১৮ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

শাহমুব জুয়েলের নতুন উপন্যাস মেঘ বিদায়ের দিন


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ১২ জানুয়ারী, ২০২২ খ্রিস্টাব্দ, ০১:১৩ পিএম;
শাহমুব জুয়েলের নতুন উপন্যাস মেঘ বিদায়ের দিন
শাহমুব জুয়েলের নতুন উপন্যাস মেঘ বিদায়ের দিন

মেঘ বিদায়ের দিন উপন্যাসের প্রধান অনুষঙ্গ মাদকতা। মাদক গ্রহণের ফলে তরুণ প্রজন্ম কীভাবে নিজে শেষ হচ্ছে এবং পাশাপাশি সহপাঠিদের সৃজনশীলতাকে বিনষ্ট করছে। পরিবার সমাজ ও রাষ্ট্র অনেক হুমকীর সম্মুখীন।  কারণ সর্বস্তরে মাদকব্যধি ছড়িয়ে যাচ্ছে। তরুণদের ধরে রাখা দুরুহ। তাদের সৃজনক্ষমতা হারিয়ে মানসিক বিকারগস্ত।  সুন্দর চিন্তা ও ধ্যানের জগৎ থেকে বহুদূরে। তরুণদের হাতে আগামীর পথ ও নির্দেশিকা।  তাদের শৃঙ্খলপথে ধাবমান করা না গেলে বড়ো ক্ষয় এবং বিপর্যয়   সম্মুখে দন্ডায়মান।  .

উপন্যাসে মাদককে সবুজ ব্যাধি ধরে ক্লিন ইমেজ তৈরি ও সুন্দর মনোজগৎ সৃষ্টি দেখানো হয়েছে।  গ্রাম ও শহর, অর্থ ও সম্পদ মানুষকে কতটা উন্নাসিক করে তোলে তা চারিত্রিক সংলাপে প্রকাশিত ও বিশ্লেষিত।  সর্বপরি দেশ ও সম্প্রীতি রক্ষায় মাদককে না বলার স্পষ্ট বয়ান মেঘ বিদায়ের দিন উপন্যাসে অনুলিখিত।.

মেঘ বিদায়ের দিন.

(উপন্যাস) .

লেখক : শাহমুব জুয়েল.

প্রকাশক: তাম্রলিপি .

প্রচ্ছদ: আইয়ুব আল আমিন .

মূল্য: পাঁচশত টাকা মাত্র.

প্রকাশকাল : অমর একুশে গ্রন্থমেলা- ২০২২.

.

ডে-নাইট-নিউজ / রাফিজ হাছান

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ